সরকারের দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী করোনাভাইরাসে কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ ও তার স্ত্রী সোহেলা আক্তার কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তা দীপঙ্কর বর বৃহস্পতিবার জানান, মন্ত্রী শাহাব উদ্দিনের উপসর্গ দেখা দেওয়ায় বুধবার ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) তার নমুনা দেওয়া হয়। বৃহস্পতিবার পরীক্ষার ফল পজিটিভ আসে। এর আগেও তিনি কোভিডে আক্রান্ত হয়েছিলেন।
অন্যদিকে সংস্কৃতি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান জানিয়েছেন, সংস্কৃতি প্রতিমন্ত্রী ও তার স্ত্রী মঙ্গলবার নমুনা পরীক্ষা করতে দেন। বুধবার পরীক্ষার ফলে জানা যায় তারা কোভিড-১৯ পজেটিভ। এর আগে প্রতিমন্ত্রীর দুই সন্তানও করোনাভাইরাসে আক্রান্ত হন। এখন অবশ্য দুই সন্তানের নমুনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।
No comments:
Post a Comment