ভারতের পশ্চিমবঙ্গের গভর্নর জগদীপ ধনখড় রাজ্যের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছেন,এই বলে অভিযোগ করে তার পদত্যাগের দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস।
তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ভয়ঙ্কর জায়গায় গিয়ে পৌঁছেছে গভর্নরের ভূমিকা। তিনি যে পর্যায়ে গিয়েছেন, তাতে তার পদত্যাগ ছাড়া উপায় নেই।’ খবর হিন্দুস্তান টাইমসের।
সুদীপ বলেন, 'রাজ্যে কীভাবে মুখ্যমন্ত্রী মানবাধিকার কমিশন তৈরি করেছেন, তা নিয়েও রাজ্যপাল প্রশ্ন করতে ছাড়ছেন না। আমাদের মনে হচ্ছে যে, প্রতি মুহূর্তে রাজ্য সরকারকে বিব্রত করার নির্দেশ দিয়ে তাকে পাঠানো হয়েছে। রাজ্যপাল আদতে মনোনীত। কিন্তু আমরা দুই-তৃতীয়াংশের বেশি আসনে জিতে রাজ্যে ক্ষমতায় আছি। সেই সরকারের প্রতিটি কাজে যেভাবে রাজ্যপাল হস্তক্ষেপ করছেন, তা যুক্তি দিয়ে চিন্তা করতে হবে।'
No comments:
Post a Comment