গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে নতুন করে ১ হাজার ৪৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩৪ দশমিক ১১। একই সময়ে চট্টগ্রামে সংক্রমিত হয়ে দুজন মারা গেছেন। আজ বুধবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা–সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় জেলায় ৪ হাজার ২৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তিদের মধ্যে ১ হাজার ৬০ জন নগরের বাসিন্দা। উপজেলার বাসিন্দা ৩৯৫ জন রয়েছেন।
২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই ব্যক্তির মধ্যে একজন উপজেলার। অপরজন নগরের বাসিন্দা।
No comments:
Post a Comment