Tuesday, January 10, 2023

Covid: জানুয়ারিতে চিনে করোনায় প্রতিদিন ১০০,০০০ মৃত্যুর আশঙ্কা

 


চিন কোভিড পরিস্থিতি ঠিক কেমন তা নিয়ে ওই দেশ থেকে বিশেষ কোনও তথ্য় সামনে আসছে না। তবে মাঝেমধ্য়ে কিছু ভিডিয়ো সামনে আসছে। তাতে ভয়াবহতাটা আঁচ করা যাচ্ছে। এদিকে ব্রিটেনের স্বাস্থ্য় বিশেষজ্ঞদের মতে, গত সপ্তাহের তুলনায় মৃত্য়ুর সংখ্য়া প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। দৈনিক ৯০০০ মৃত্য়ুর খবর পাওয়া যাচ্ছে।


ব্রিটেনের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য় বিষয়ক সংস্থা Airfinity একটি বিবৃতিতে জানিয়েছে, ১ ডিসেম্বর থেকে সব মিলিয়ে কোভিড সংক্রান্ত মৃত্যু সংখ্য়া ১০০,০০০জন। সব মিলিয়ে ১৮.৬ মিলিয়ন মানুষ সংক্রামিত হয়েছে।


তবে বিশেষজ্ঞরা বলছেন প্রথম মাসে চিনে কোভিড পরিস্থিতি ভয়াবহ হতে পারে। হেলথ ফার্মের তরফে হিসাব করে বলা হয়েছে, চিনের কোভিড সংক্রমণ ১৩ জানুয়ারি একেবারে শীর্ষে পৌঁছবে। সেই সময় রোজ ৩.৭ মিলিয়নের আক্রান্ত হতে পারেন।


সংস্থার মতে, ২৩ জানুয়ারি মৃত্যুর সংখ্যা শীর্ষে পৌঁছবে। সেই সময় মৃত্যু হতে পারে প্রায় ২৫,০০০0 মানুষের। সব মিলিয়ে মৃত্যু ছুঁতে পারে ৫৮৪,০০০ জনের।

No comments:

Post a Comment