Thursday, February 3, 2022

ঢাকার ব্রিটিশ হাইকমিশনে চাকরি

 ঢাকার ব্রিটিশ হাইকমিশন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছ,বেতন ১ লাখ ৬১ হাজারসিনিয়র কমিউনিকেশনস অফিসার অ্যান্ড বেঙ্গলি স্পোকসপারসন পদে লোক নেওয়া হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত যোগ্যতা পূরণ সাপেক্ষে যে কেউ আবেদন করতে পারেন।

পদের নাম: সিনিয়র কমিউনিকেশনস অফিসার অ্যান্ড বেঙ্গলি স্পোকসপারসন

শিক্ষাগত যোগ্যতা: রাষ্ট্রবিজ্ঞান, যোগাযোগ, মিডিয়া, সাংবাদিকতা, আন্তর্জাতিক সম্পর্ক, উন্নয়ন অধ্যয়ন বা ইংরেজি বিষয়ে ডিগ্রি থাকতে হবে। অভিজ্ঞতা: কমিউনিকেশন এবং মিডিয়াসংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। চাকরির ধরন: পূর্ণকালীন, স্থায়ী। কর্মঘণ্টা: সপ্তাহে ৩৬ ঘণ্টা কর্মস্থল: ঢাকা বেতন: মাসিক বেতন ১ লাখ ৬১ হাজার ৩৭৯ টাকা আগ্রহী যোগ্য প্রার্থীদের অনলাইনে এই লিংকের (https://fco.tal.net/vx/lang-en-GB/mobile-0/appcentre-1/brand-2/user-5687600/candidate/eform/8149523/page/1) মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ: ১৬ ফেব্রুয়ারি, ২০২২।


No comments:

Post a Comment