Sunday, January 23, 2022

পাকিস্তানের রিজওয়ান বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার

 


২০২১ সালে টি-টোয়েন্টি ফরম্যাটে আইসিসির বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন মোহাম্মদ রিজওয়ান


২০২১ সালে টি-টোয়েন্টিতে অবিশ্বাস্য এক বছর কাটিয়েছেন মোহাম্মদ রিজওয়ান। ২৯ ম্যাচে ৭৩.৬৬ গড়ে তুলেছেন ১৩২৬ রান। প্রথম ক্রিকেটার হিসেবে এক পঞ্জিকাবর্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হাজার রান করেছেন ১৩৪.৮৯ স্ট্রাইকরেটে।


আজ আইসিসির বর্ষসেরা খেলোয়াড় পুরস্কার পাওয়ার পর রিজওয়ান বলেছেন, ‘ক্ষুদ্রতম সংস্করণে অসাধারণ এক বছর কাটিয়েছি। আমাকে আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবে নির্বাচিত করার জন্য আমার সব সতীর্থ ও অন্য খেলোয়াড়দের প্রতি আমি কৃতজ্ঞ। এই পুরস্কার ২০২২ সালে আরও ভালো করার অনুপ্রেরণা দিচ্ছে। সে সঙ্গে পাকিস্তানকে সেরা টি-টোয়েন্টি দলের একটি বানাতে এবং দলের সমর্থক আরও বাড়াতে আগ্রহ বাড়াচ্ছে।’

No comments:

Post a Comment