ইরাকের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ আল হালবুসির বাড়ি রকেট হামলায় দুই শিশু আহত হয়েছে। ইরাকের নিরাপত্তা সূত্রের বরাতে বার্তা সংস্থা এএফপি এসব তথ্য জানিয়েছে।
২০১৮ সাল থেকে ইরাকের পার্লামেন্ট স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। মঙ্গলবার দেশটির শীর্ষ আদালত স্পিকার হিসেবে পরবর্তী মেয়াদের জন্যও হালবুসির নিয়োগ চূড়ান্ত করেন। আর তার কয়েক ঘণ্টার মাথায় আনবার প্রদেশের গুরমা এলাকায় তাঁর বাড়ি লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়।
ইরাকি পুলিশের এক বিবৃতিতে বলা হয়, আহত দুই শিশুকে গুরমার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবারের হামলার ঘটনায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি।
No comments:
Post a Comment