Friday, January 28, 2022

দেশে করোনা শনাক্তের নতুন রেকর্ড

 


আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত দেশে মোট ৪৬ হাজার ২৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়।  নতুন রোগী শনাক্ত হয়েছেন ১৫ হাজার ৪৪০ জন। এ সময় সুস্থ হয়েছেন ১ হাজার ৩২৬ জন এবং মারা গেছেন ২০ জন। 



দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় রোগী শনাক্তের হার ৩৩ দশমিক ৩৭ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ৩১ দশমিক ৯৮ শতাংশ। করোনাভাইরাসের  শুরুর পর দেশে শনাক্তের হারে এটাই সর্বোচ্চ। এর আগে গত বছরের  শনাক্তের সর্বোচ্চ হার ছিল ৩২ দশমিক ৫৫ শতাংশ।


স্বাস্থ্য অধিদপ্তর তথ্য অনুসারে, চট্টগ্রাম বিভাগে ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৯ জন মারা গেছেন। এ ছাড়া ঢাকায় ৫ জন, রাজশাহী ও সিলেটে ২ জন করে এবং বরিশাল ও ময়মনসিংহে ১ জন করে করোনা রোগী মারা গেছেন।


বিশেষজ্ঞরা বলছেন যে, করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রন শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে এর সংক্রমণ বাড়ছে। আগের ধরনগুলোর তুলনায় অমিক্রন দ্রুত ছড়ায়। তাই সবাইকে বাড়িতে  বাড়ি থেকে বের হওয়ার সময় মাক্স পরিধান করতে এবং হাতে  যেকোনো কিছু সংস্পর্শ করার পরে  ধুয়ে ফেলতে অনুরোধ করছেন।


No comments:

Post a Comment