Tuesday, January 10, 2023

Covid: জানুয়ারিতে চিনে করোনায় প্রতিদিন ১০০,০০০ মৃত্যুর আশঙ্কা

 


চিন কোভিড পরিস্থিতি ঠিক কেমন তা নিয়ে ওই দেশ থেকে বিশেষ কোনও তথ্য় সামনে আসছে না। তবে মাঝেমধ্য়ে কিছু ভিডিয়ো সামনে আসছে। তাতে ভয়াবহতাটা আঁচ করা যাচ্ছে। এদিকে ব্রিটেনের স্বাস্থ্য় বিশেষজ্ঞদের মতে, গত সপ্তাহের তুলনায় মৃত্য়ুর সংখ্য়া প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। দৈনিক ৯০০০ মৃত্য়ুর খবর পাওয়া যাচ্ছে।


ব্রিটেনের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য় বিষয়ক সংস্থা Airfinity একটি বিবৃতিতে জানিয়েছে, ১ ডিসেম্বর থেকে সব মিলিয়ে কোভিড সংক্রান্ত মৃত্যু সংখ্য়া ১০০,০০০জন। সব মিলিয়ে ১৮.৬ মিলিয়ন মানুষ সংক্রামিত হয়েছে।


তবে বিশেষজ্ঞরা বলছেন প্রথম মাসে চিনে কোভিড পরিস্থিতি ভয়াবহ হতে পারে। হেলথ ফার্মের তরফে হিসাব করে বলা হয়েছে, চিনের কোভিড সংক্রমণ ১৩ জানুয়ারি একেবারে শীর্ষে পৌঁছবে। সেই সময় রোজ ৩.৭ মিলিয়নের আক্রান্ত হতে পারেন।


সংস্থার মতে, ২৩ জানুয়ারি মৃত্যুর সংখ্যা শীর্ষে পৌঁছবে। সেই সময় মৃত্যু হতে পারে প্রায় ২৫,০০০0 মানুষের। সব মিলিয়ে মৃত্যু ছুঁতে পারে ৫৮৪,০০০ জনের।

Covid: জানুয়ারিতে চিনে করোনায় প্রতিদিন ১০০,০০০ মৃত্যুর আশঙ্কা

 

Monday, January 9, 2023

এক মাস পর কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাস



 এক মাস পর কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ সোমবার সন্ধ্যা ৬টার আগে কেরাণীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হন বিএনপির শীর্ষস্থানীয় এই দুই নেতা।

এর আগে বিকেল সোয়া ৪টার দিকে মির্জা ফখরুল ও আব্বাসকে দেওয়া উচ্চ আদালতের জামিনের কাগজপত্র ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছায়।


ঢাকা কেন্দ্রীয় কারাগারে ডেপুটি জেলার আবদুস সেলিম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ বিকেল ৪টা ২০ মিনিটে বিএনপির দুই নেতা মির্জা ফখরুল ইসলাম ও মির্জা আব্বাসের জামিননামার কাগজপত্র কারাগারে পৌঁছেছে। তাঁদের জামিননামার কাগজপত্র যাচাই-বাছাই করে দেখার পর মুক্তি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে।

জামিননামার কাগজ পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসের আইনজীবী জাকির হোসেনও। কারাগার প্রাঙ্গণে প্রথম আলোকে তিনি বলেন, ‘আমরা জামিননামার কাগজপত্র কারাগার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছি। দুই নেতার মুক্তির অপেক্ষায় আছি আমরা।’

বগুড়ায় আ. লীগের বিদ্রোহী প্রার্থী মান্নানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

 


সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) প্রায় সোয়া ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বগুড়া পৌরসভা নির্বাচনের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল মান্নান আকন্দের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

গতকাল বুধবার বগুড়ার সিনিয়র স্পেশাল জজ এমরান হোসেন চৌধুরীর আদালতে দুদকের করা ওই মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। মামলার অন্য আট আসামি আদালতে হাজির হলেও আবদুল মান্নান আইনজীবীর মাধ্যমে জামিন প্রার্থনা করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে আদালত ৯ আসামির বিষয়ে অভিযোগ গঠনের আদেশ দেন।

আবদুল মান্নান বগুড়া শহর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান জেলা ট্রাক, কাভার্ড ভ্যান ও ট্যাংকলরি মালিক সমিতির সভাপতি। তিনি বগুড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে জগ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তুই এটি কথা বলার কে আব্দুল মান্নান বগুড়া ডিসি অফিস

আমার এমপি পদ না থাকলেও আর জি.এম এর নেতৃত্ব মেনে নিবোনা-মশিউর রহমান রাঙ্গা

তারেক রহমান ও ডাঃ জোবায়দা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা

ফখরুল ও আব্বাসের জামিন বহাল

শহিদ আব্দুর রশিদ আরফিন এর পরিবারকে তারেক রহমানের সমবেদনা